কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা
B ইউনিটে ভর্তিকৃত কোনো শিক্ষার্থী যদি সাবজেক্ট মাইগ্রেশান বন্ধ করতে চাই, তাহলে তাকে অবশ্যই আগামী ৩০ জানুয়ারি ২০২৩ বিকাল ৩:০০ টার মধ্যে B ইউনিটের ভর্তি কমিটির নিকট আবেদন জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে ব্যর্থ হলে নিয়মানুযায়ী সাবজেক্ট মাইগ্রেশান চালু থাকবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের B ইউনিটে সকল কোটার শূন্য আসনের বিপরীতে ২য় ভাইভার নোটিশ প্রকাশ করা হয়েছে।
ভাইভার সময়: ২৯ জানুয়ারি ২০২৩ ( সকাল ১০:০০ টা হতে দুপুর ২:০০টা পর্যন্ত)
ভাইভার মেধাক্রম :
★ মুক্তিযোদ্ধা কোটার ৭টি আসনের বিপরীতে মেধাক্রম ২৩ হতে ৫৬ পর্যন্ত
প্রয়োজনীয় ডকুমেন্টস :
১. এসএসসি মার্কশীট
২. এসএসসি সার্টিফিকেট
৩. এইচএসসি মার্কশীট
৪. এইচএসসি সার্টিফিকেট
৫. এইচএসসি রেজিষ্ট্রেশন কার্ড
৬. গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
৭. মুক্তিযোদ্ধার সাময়িক সনদ / ডিজিটাল সনদ
৮. মুক্তিযোদ্ধার গেজেট, লাল মুক্তিবার্তা
৯. মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক প্রমাণের প্রত্যয়নপত্র
১০. মুক্তিযোদ্ধা দাদা/দাদী হলে বাবার এসএসসি সার্টিফিকেট (যদি থাকে) এবং জাতীয় পরিচয়পত্র
১১. মুক্তিযোদ্ধা নানা/নানী হলে মায়ের এসএসসি সার্টিফিকেট (যদি থাকে) এবং জাতীয় পরিচয়পত্র
১২. মুক্তিযোদ্ধার জাতীয় পরিচয়পত্র ( মুক্তিযোদ্ধা মৃত হলে তার মৃত্যু সনদ)
★ উপজাতি কোটার ৫টি আসনের বিপরীতে মেধাক্রম ৬ হতে ১৯ পর্যন্ত
প্রয়োজনীয় ডকুমেন্টস:
১. এসএসসি মার্কশীট
২. এসএসসি সার্টিফিকেট
৩. এইচএসসি মার্কশীট
৪. এইচএসসি সার্টিফিকেট
৫. এইচএসসি রেজিষ্ট্রেশন কার্ড
৬. গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
৭. জেলা প্রশাসক নিকট হতে প্রদত্ত সনদ / প্রধানের নিকট হতে প্রদত্ত সনদ
★ অ-উপজাতি কোটার ১টি আসনের বিপরীতে মেধাক্রম ৩ হতে ৬ পর্যন্ত
প্রয়োজনীয় ডকুমেন্টস:
১. এসএসসি মার্কশীট
২. এসএসসি সার্টিফিকেট
৩. এইচএসসি মার্কশীট
৪. এইচএসসি সার্টিফিকেট
৫. এইচএসসি রেজিষ্ট্রেশন কার্ড
৬. গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
৭. জেলা প্রশাসক নিকট হতে প্রদত্ত সনদ / প্রধানের নিকট হতে প্রদত্ত সনদ
★ শারীরিক প্রতিবন্ধী কোটার ৩টি আসনের বিপরীতে মেধাক্রম ৭ হতে ১১ পর্যন্ত
প্রয়োজনীয় ডকুমেন্টস:
১. এসএসসি মার্কশীট
২. এসএসসি সার্টিফিকেট
৩. এইচএসসি মার্কশীট
৪. এইচএসসি সার্টিফিকেট
৫. এইচএসসি রেজিষ্ট্রেশন কার্ড
৬. গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
৭. কোটার আইডি কার্ড / সমাজসেবা অধিদফতর থেকে প্রদত্ত সনদ
★বি কে এস পি কোটার ২টি আসনের বিপরীতে মেধাক্রম ৩ পর্যন্ত
প্রয়োজনীয় ডকুমেন্টস:
১. এসএসসি মার্কশীট
২. এসএসসি সার্টিফিকেট
৩. এইচএসসি মার্কশীট
৪. এইচএসসি সার্টিফিকেট
৫. এইচএসসি রেজিষ্ট্রেশন কার্ড
৬. গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
৭. বি কে এস পি হতে প্রদত্ত সনদ
বি.দ্র: সকল ডকুমেন্টের মূলকপি এবং একসেট ফটোকপি অবশ্যই নিয়ে যেতে বলা হয়েছে।
0 Comments