Social

Khulna University 11th merit published

 খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা 



শূন্য আসনের বিপরীতে ভাইভার পর ১১তম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।  





ভর্তির সময়: ২ ফেব্রুয়ারি ২০২৩ 


ডকুমেন্টস জমা দেওয়ার সময়: ৬ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত 



ডকুমেন্টস জমা দেওয়ার স্থান: সংশ্লিষ্ট অনুষদের ডীন কমপ্লেক্স 





প্রয়োজনীয় ডকুমেন্টস: 


★ গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র 


★ এসএসসি মার্কশীট 


★ এসএসসি সার্টিফিকেট 


★ এইচএসসি মার্কশীট 


★ এইচএসসি রেজিষ্ট্রেশন কার্ড 


★ এইচএসসি সার্টিফিকেট  






ভর্তি ফি: 


★ বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল - ১৬১৩০ টাকা 


★ জীববিজ্ঞান স্কুল - ১৭১৩০ টাকা 


★ ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল - ১২১৩০ টাকা 


★ কলা ও মানবিক স্কুল - ১৩১৩০ টাকা


★ সামাজিক বিজ্ঞান স্কুল - ১৩১৩০ টাকা 


★ চারুকলা স্কুল - ১২১৩০ টাকা 


★ আইন স্কুল - ১৩১৩০ টাকা 


★ শিক্ষা স্কুল - ১৩১৩০ টাকা 


★ স্থাপত্য স্কুল - ১৬৩৩০ টাকা 




এরমধ্যে ৫০৮০ টাকা বিশ্ববিদ্যালয় চার্জ অনলাইনে প্রাথমিক ভর্তির ৫০০০টাকার সাথে সমন্বয় করা হবে।  


★ হল চার্জ ২০৫০ টাকা এবং স্কুল চার্জ ১০০০ টাকা চুড়ান্ত ভর্তির সময় দিতে হবে। 



★ ডিসিপ্লিন চার্জ ক্লাস শুরুর পর রেজিষ্ট্রেশনের সময় দিতে হবে।  






Post a Comment

0 Comments