Social

BSFMSTU 11th merit published

 বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর 



শূন্য আসনের বিপরীতে ভাইভার পর ১১তম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।  





ভর্তির সময়: ১ ফেব্রুয়ারি ২০২৩ হতে ২ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত   



ডকুমেন্টস জমা দেওয়ার স্থান: সংশ্লিষ্ট অনুষদের ডীন কমপ্লেক্স 



ভর্তি প্রক্রিয়া: 


★ ভর্তির জন্য নির্বাচিত প্রার্থী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ID & Password দিয়ে লগ ইন করতে মনোনীত বিভাগ দেখতে পাবে।  



★ সংশ্লিষ্ট বিভাগের ভর্তি ফরমটি যথাযথভাবে পূরণ করতে সকল তথ্য সম্বলিত PDF দেখাবে। 


★ PDF টি ডাউনলোড করে ২ কপি প্রিন্ট করতে হবে।  





ভর্তি ফরম পূরণের জন্য প্রয়োজনীয় তথ্য: 


★ গুচ্ছের ID & Password  


★ রক্তের গ্রুপ  


★ জাতীয় পরিচয়পত্র / জন্মসনদ 


★ নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি ফরম পূরণ করতে হবে ।  






ভর্তির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস: 


★ অনলাইনে পূরণকৃত ভর্তি ফরম ( ২ কপি)  


★ গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র 


★ এসএসসি মার্কশীট 


★ এসএসসি সার্টিফিকেট 


★ এইচএসসি মার্কশীট 


★ এইচএসসি রেজিষ্ট্রেশন কার্ড 


★ এইচএসসি সার্টিফিকেট  


★ জনতা ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ  


★ কোনো শিক্ষার্থী অন্য বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি থাকলে তা র ট্রান্সক্রিপ্টের মূল কপি জমা দিতে হবে ।  





ভর্তি ফি: 


★ সিএসই, ইইই, ফিশারিজ - ২৫৭৫০ টাকা 


★ গণিত - ২২২৫০ টাকা 


★ ব্যবস্থাপনা - ২০৭৫০ টাকা 


★ সমাজকর্ম - ২৩২৫০ টাকা 







 ফি প্রদান: ভর্তি


★ জনতা ব্যাংক লিমিটেড, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় 


★ BSFMSTU Students Admission fees & other (হিসাব নং : ০১০০২৩৪১৪৯৮৯৪) এ নির্ধারিত ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।  









Post a Comment

0 Comments