Social

Islamic University 2nd viva Notice

 ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া 


শূন্য আসনের বিপরীতে ২য় ভাইভার নোটিশ প্রকাশ করা হয়েছে। 






ভাইভার সময়:

৮ফেব্রুয়ারি ২০২৩ ( দুপুর ২:০০ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত)  


৯ ফেব্রুয়ারি ২০২৩ ( সকাল ৯:৩০ টা হতে দুপুর ২:০০ টা পর্যন্ত)  




ভাইভার মেধাক্রম: 


A unit ( 1557 - 9175) 


B unit ( 263 - 3500)  


C unit ( 586 - 2000) 




Viva Venue: Dean complex  




Result: 10 February 2023 


Admission date: 12 February 2023 







Admission fee:



এ ইউনিট - ৭৮৫০ টাকা 


বি ইউনিট - ৬৩৫০ টাকা 


সি ইউনিট - ৬৮৩০ টাকা 






যারা ইতিমধ্যে গুচ্ছের অন্য বিশ্ববিদ্যালয়ে ৫০০০ টাকা দিয়ে প্রাথমিক ভর্তি হয়েছে তাদের জন্য ভর্তি ফি 




এ ইউনিট - ২৮৫০ টাকা 


বি ইউনিট - ১৩৫০ টাকা  


সি ইউনিট - ১৮৩০ টাকা  




এছাড়াও 


ডীন কমপ্লেক্স ফি - ২৫০ টাকা 


বিভাগ উন্নয়ন ফি - ৩০০০ টাকা 


হল ফি - ৯১৫ টাকা  




ভর্তি ফি নির্ধারিত রশিদের মাধ্যমে অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় জমা দিতে হবে।  















প্রয়োজনীয় ডকুমেন্টস: 




★ গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র 


★ এসএসসি মার্কশীট মূলকপি এবং সত্যায়িত ফটোকপি  


★ এসএসসি সার্টিফিকেট মূলকপি এবং সত্যায়িত ফটোকপি  


★ এইচএসসি মার্কশীট মূলকপি এবং সত্যায়িত ফটোকপি  


★ এইচএসসি রেজিষ্ট্রেশন কার্ড মূলকপি এবং সত্যায়িত ফটোকপি  


★ এইচএসসি সার্টিফিকেট মূলকপি এবং সত্যায়িত ফটোকপি  


★ ভর্তি ফি জমা দেওয়ার ব্যাংক রশিদ   


★ বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি  



★ শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র /জন্ম সনদের সত্যায়িত ফটোকপি  


★ পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি (সত্যায়িত) 


★ অভিভাবকের আয়ের সনদপত্র 










বি.দ্র: যারা গুচ্ছের অন্য বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি হয়েছে তাদেরকে বিভাগের সভাপতির অনুমতি নিয়ে ১ সপ্তাহের মধ্যে সকল ডকুমেন্টস জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ডকুমেন্টস জমা না দিলে তার ভর্তি বাতিল করে উক্ত আসনটি শূন্য ঘোষণা করা হবে।


Post a Comment

1 Comments